ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মন্দিরে তালা : সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ

শাহজাদপুরে মন্দির কমিটির সভাপতিসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / ১৯৬৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী রবিবার কালীপূজা উপলক্ষে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন ও সিসি ক্যামেরার সংযোগ মেরামতকালে সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি তপন ঘোষ (৪৫), কোষাধক্ষ্য সুমন দত্ত (৪০) ও প্রচার সম্পাদক শিমুল পাল (৩০) আহত হয়েছেন। গুরুতর আহত সুমন দত্ত (৪০) কে শংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কান ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । এ ঘটনার পর সন্ত্রাসীরা ওই মন্দির তালা দিলে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার বিপ্লবী সাধারন সম্পাদক মানিক কুমার সরকারের হস্তক্ষেপে পরে তালা খুলে দেয়া হয়। ঘটনাটি আজ শুক্রবার সকালে ঘটেছে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী কালী মন্দিরে। এ ঘটনায় স্থানীয় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকাল ৯ টার দিকে মন্দিরের কাজ করা অবস্থায় একই এলাকার জীবন দত্তের দুই ছেলে সুবল দত্ত (৪৫) ও টনি দত্ত (৩৫)’র নেতৃত্বে ৫/৬ জন বহিরাগত অজ্ঞাত সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো দা নিয়ে মুখে মাস্ক পরে অতর্কিত হামলা চালিয়ে পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির কোষাধক্ষ্য সুমন দত্ত (৪০) কে বেধড়ক পেটাতে থাকলে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করাকালে ওই মন্দির কমিটির সভাপতি তপন ঘোষ (৪৫) ও প্রচার সম্পাদক শিমুল পাল (৩০) তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে তাদেরও পিটিয়ে আহত করে মন্দিরে তালা লাগিয়ে দেয়। পরে তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক নগেন দত্ত জানান, গুরুতর আহত সুমন দত্তের মাথায় ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারকে জানানো হয়েছে। পরে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক এবং বাংলা খবর বিডির প্রকাশক মানিক সরকার বলেন,‘মন্দির কারও নিজস্ব সম্পত্তি নয়। মন্দিরে ভক্তবৃন্দ আসবেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মন্দিরের তালা খুলে দেয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মন্দিরে তালা : সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ

শাহজাদপুরে মন্দির কমিটির সভাপতিসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

আপডেট সময় : ০৬:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

আগামী রবিবার কালীপূজা উপলক্ষে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন ও সিসি ক্যামেরার সংযোগ মেরামতকালে সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি তপন ঘোষ (৪৫), কোষাধক্ষ্য সুমন দত্ত (৪০) ও প্রচার সম্পাদক শিমুল পাল (৩০) আহত হয়েছেন। গুরুতর আহত সুমন দত্ত (৪০) কে শংকাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কান ও মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । এ ঘটনার পর সন্ত্রাসীরা ওই মন্দির তালা দিলে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার বিপ্লবী সাধারন সম্পাদক মানিক কুমার সরকারের হস্তক্ষেপে পরে তালা খুলে দেয়া হয়। ঘটনাটি আজ শুক্রবার সকালে ঘটেছে শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী কালী মন্দিরে। এ ঘটনায় স্থানীয় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার সকাল ৯ টার দিকে মন্দিরের কাজ করা অবস্থায় একই এলাকার জীবন দত্তের দুই ছেলে সুবল দত্ত (৪৫) ও টনি দত্ত (৩৫)’র নেতৃত্বে ৫/৬ জন বহিরাগত অজ্ঞাত সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো দা নিয়ে মুখে মাস্ক পরে অতর্কিত হামলা চালিয়ে পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির কোষাধক্ষ্য সুমন দত্ত (৪০) কে বেধড়ক পেটাতে থাকলে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করাকালে ওই মন্দির কমিটির সভাপতি তপন ঘোষ (৪৫) ও প্রচার সম্পাদক শিমুল পাল (৩০) তাদের বাঁধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে তাদেরও পিটিয়ে আহত করে মন্দিরে তালা লাগিয়ে দেয়। পরে তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সাধারন সম্পাদক নগেন দত্ত জানান, গুরুতর আহত সুমন দত্তের মাথায় ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় শংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারকে জানানো হয়েছে। পরে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক এবং বাংলা খবর বিডির প্রকাশক মানিক সরকার বলেন,‘মন্দির কারও নিজস্ব সম্পত্তি নয়। মন্দিরে ভক্তবৃন্দ আসবেই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মন্দিরের তালা খুলে দেয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।