শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ৪১৪ বার পড়া হয়েছে

শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিনপাড় ও পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক মাদক সেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার বাড়াবাড়ি দক্ষিনপাড় অভিযান চালিয়ে নাজিম জোয়ার্দার নামের এক বালু ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা ও পৌর এলাকার দ্বারিয়াপুর পশ্চিমপাড়া গ্রামের বক্সর ছেলে তুফানকে ২ পুরিয়া হেরোইন রাখার দায়ে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।