সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুরে ভূয়া কন্যা সেজে সরকারি ভাতা ও পেনশনের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শাহজাদপুরে ভূয়া কন্যা সেজে সরকারি ভাতা ও পেনশনের ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার মমতাজ আলীর স্ত্রী, ইউএনও অফিসের ক্লিনার পদে কর্মরত নিঃসন্তান লতার মৃত্যুর পর তার দুই ভাই বৈধ ওয়ারিশ থাকার পরও ভূয়া কন্যা সেজে রেবা পারভীন মৃত লতার সরকারি ভাতা ও পেনশনের প্রায় ২২ লাখ টাকা আত্মসাত করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকারে নিহত লতার ভাই ও প্রকৃত ওয়ারিশ বাহেজ আলী খাঁ রেবা পারভীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিহত লতার ভাই উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগাহ’র চর এলাকার বাহেজ আলী খাঁ অভিযোগে জানান, তার নিঃসন্তান বোন লতা খাতুন শাহজাদপুর ইউএনও অফিসের ক্লিনার পদে কর্মরত থাকাবস্থায় গত ২০১৯ সালের ৪ মার্চ মৃত্যুরবণ করলে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হামকুড়িয়া দঃশেখপাড়া মহল্লার মৃত জামাল উদ্দীন ও হেনা খাতুনের মেয়ে রেবা পারভীন আমার বোন নিহত লতার ভূয়া মেয়ে সেজে স্বাক্ষর ও জাল কাগজপত্র তৈরি করে একক ওয়ারিশ দাবী করে আমার বোন লতার সরকারি ভাতা ও পেনশনের প্রায় ২২ লাখ টাকা আত্মসাত করেছে। এ বিষয়ে গত ২০২০ সালের ৮ নভেম্বর আমি বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বরাবর এবং একই বছরের ১২ নভেম্বর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এছাড়া আমার বোন লতার নমিনির বিষয়ে সংশ্লিষ্ট দফতরে বারবার খোঁজ নিতে গেলেও আমাকে কোন তথ্য দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে  রেবা পারভীনের বিরুদ্ধে শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ৪৬৫, ৪৬৭, ৪৬৮ দঃ বিঃ-সহ প্রতারণার আরও ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, রেবা পারভীনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তার ভোটার আইডি কার্ড দেখিয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘তিনি লতার পালিত মেয়ে।’

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *