শাহজাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণসমাবেশ
- আপডেট সময় : ০৮:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৫৫ বার পড়া হয়েছে
শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্দ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহজাদপুর শাখার উদ্দ্যোগে গণসমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।
শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওঃ মিজানুর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জাামায়াতের সাবেক আমীর মাওঃ আব্দুল খালেক, মাওঃ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
পরে ছাত্র আন্দোলনে শহীদ শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওঃ রফিকুল ইসলাম খাঁন।
বাখ//আর