সাগর বসাক, শাহজাদপুর :
বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস ২০২২ উপলক্ষে শাহজাদপুরে র্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল) এর উদ্যোগে এ উপলক্ষে শাহজাদপুর উপজেলা চত্বর এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলার শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সিএসএফের প্রজেক্ট কো-অর্ডিনেটর সিমিয়ন গালিভার ম্রং,অমিয় কুমার, প্রভাষক জসিম উদ্দিন প্রমূখ ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।