শাহজাদপুরে বাসদের মানববন্ধন ও স্মরণসভা
- আপডেট সময় : ০৯:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ৪৯৫ বার পড়া হয়েছে
সাগর বসাক, শাহজাদপুর :
বাসদ নেতা সন্তোষ কুমার বাবুর মৃত্যুতে শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের বাসদ কার্যালয়ে প্রয়াত বাসদ নেতার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা বাসদের সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাসদ নেতা নব কুমার কর্মকার, ছাত্রফ্রন্টের সভাপতি ছাব্বির হোসেন, হেলাল উদ্দিন, আব্দুল মজিদ, পলাশ ঘোষ, তারেকুজ্জামান করিম প্রমুখ । স্মরণসভা শেষে মণিরামপুর বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করে বাসদ নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে সেখানে কমরেড ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য কেন্দ্রীয় বাসদ নেতা নব কুমার কর্মকার ও এ্যাডঃ আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, শ্রমিকদের নুন্যতম মজুরী ২০ হাজার টাকা, আর্মি রেটে রেশনের দাবি জানানএবং সেই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য অনতিবিলম্বে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানাই।