শাহজাদপুরে বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ৪০৫ বার পড়া হয়েছে

জাকারিয়া মাহমুদ, শাহজাদপুর :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ সিএইচসিপি এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বদিউজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্বাচনী আহবায়ক কমিটির আয়োজনে গোপন ব্যালটের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫২ টি ভোটের মধ্যে বদিউজ্জামান ৩০ ভোট পেয়ে সভাপতি ও নাজমুল হোসেন নাজিম ২৮ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাসুদ রানার সভাপতিত্বে নির্বাচন কমিটির আহবায়ক এস এম রফিক- উজ – জামানের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শারমিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ রাজু আহম্মেদ, ডাঃ আজমল হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সিসি সভাপতি মোঃ মাহমুদুল হক সহ আরো অনেকে।
এ সময়ে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান শাহজাদপুর উপজেলা হেলথ এ্যাসোসিয়েশনের সভাপতি মোছাঃ দিলারা জাহান কলি ও উপদেষ্টা মোঃ রিজভী উদ্দিন ।