শাহজাদপুরে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৪১ বার পড়া হয়েছে

// জহুরুল ইসলাম //
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে ধর্মীয় সংখালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর কেন্দ্রীয় মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন বসাক, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিডি নিউজ পোর্টাল এর প্রকাশক মানিক কুমার সরকার, পৌর কাউন্সিলর জহরলাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং শতশত সনাতনী নারী পুরুষ।
মানববন্ধনে বক্তারা দ্রুত ধর্মীয় সংখালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবী জানান।
বা/খ/রা