সিরাজগঞ্জের শাহজাদপুরে এক পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার (৫ অক্টোবর ) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদীঘর কান্দাপাড়া গ্রামে ৫ নং ওয়ার্ডের পাকা সড়কে চলাচলের সময় পথচারীদের কামড়াতে শুরু করে কুকুরটি। লাল রঙের ওই পাগলা কুকুরটি রাস্তায় ছোট বড় যাকে সামনে পায় তাকেই কামড়ায় বলে এলাকাবাসী জানায় । এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জনকে কামড়িয়েছে পাগলা কুকুরটি।
স্থানীয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলার হলদীঘর গ্রামে ওই কুকুরে কামড়ে আহতরা হলো- হলদীঘর গ্রামের মোঃ আমজাদ হোসেন(৭০), মোছাঃ ময়না খাতুন(৩২), মোঃ রোকনুজ্জামান (৫), মোছাঃ খাদিজা খাতুন(৬), মোছাঃ করিমন খাতুন(২৮), মোছাঃ সুরাইয়া খাতুন(৯), মোঃ লিটন রহমান(৮), মোছাঃ তমা খাতুন(৮), মোঃ মরিয়ম বেগম (৫৫), মোছাঃ মর্জিনা খাতুন(৪৫), মোছাঃ মাইসা খাতুন(৬)মোঃ কুদ্দুছ (২২)।
আহত সবাই পল্লী চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে এলাকাবাসী জানিয়েছে ।