শাহজাদপুরে নিজাম উদ্দিন কমিউনিটি ক্লিনিকে’র পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে ‘নিজাম উদ্দিন কমিউনিটি ক্লিনিকে’র নব-গঠিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার রতনকান্দি উত্তরপাড়া নিজাম উদ্দিন কমিউনিটি ক্লিনিক চত্ত্বরে স্থানীয় ইউপি সদস্য ও নব-গঠিত পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহজালাল, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. নজরুল ইসলাম, আব্দুল লতিফ, ইছা আক্তার, এনামুল হক হিরা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় হাবিবুল্লাহনগর ইউনিয়নের প্যানেল চেয়াররম্যান শফিকুল ইসলাম বাবু, ইউপি সদস্য মো. শাহাদৎ হোসেন, জাহিদুল ইসলাম সহ নবগঠিত পরিচালনা পরিষদের ১৭জন সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।