শান্তিরাম বিশ্বাস সভাপতি ও বিপ্লব কুমার সূত্রধর সাধারন সম্পাদক
শাহজাদপুরে দুর্গাদহ শ্রী শ্রী কালীমাতা মন্দিরের কমিটি গঠন
- আপডেট সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮৩ বার পড়া হয়েছে

// ভরত সাহা //
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের দুর্গাদহ শ্রী শ্রী কালীমাতা মন্দিরের কমিটি গঠিত হয়েছে। এতে শান্তিরাম বিশ্বাস সভাপতি ও বিপ্লব কুমার সূত্রধর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া কোষাধক্ষ পদে সঞ্জীব কুমার সরকার নির্বাচিত হন।
আজ শুক্রবার দুপুরে দুর্গাদহ শ্রী শ্রী কালীমাতা মন্দির অঙ্গণে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক চন্দন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মনিক কুমার সরকার, সনাতনী নেতা নরেশ চন্দ্র সাহা, নিমাই কুমার সরকার, মিন্টু সরকার, অমর চন্দ্র রায় প্রমূখ।
এ সময় শাহজাদপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাখ//আর