শাহজাদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন পালিত
চন্দন সরকার, শাহজাদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে। ৩ দিনের এ মেলা চলবে আগামীকাল ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।
এ উপলক্ষে এদিন সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, সিরাজগঞ্জ-এর উপ-পরিচালক তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, এসিল্যান্ড লিয়াকত সালমান প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভার উগ্যোগে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলোসহ কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।