ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / ৪৫৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এম এ মুহিতের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, রওশন আলী প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম এ মুহিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আর যেন কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সজাগ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার আহ্বান জানান। সেইসাথে তিনি টুটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নির্ভয়ে নিঃসংকোচে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির তাগিদ দেন।

এ সময় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহসভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং বিএনপি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

আপডেট সময় : ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের খঞ্জনদিয়ার মহল্লায় প্রফেসর ড. এম এ মুহিতের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, রওশন আলী প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম এ মুহিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে আর যেন কোনো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হতে না পারে সেদিকে সজাগ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার আহ্বান জানান। সেইসাথে তিনি টুটি চেপে ধরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নির্ভয়ে নিঃসংকোচে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির তাগিদ দেন।

এ সময় ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, সহসভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক এবং বিএনপি বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বাখ//আর