দুর্গাপূজার বাকি নয়দিন
শাহজাদপুরে এ বছর ৪টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব হচ্ছে না
- আপডেট সময় : ০২:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৫২৯ বার পড়া হয়েছে
আর মাত্র নয়দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে পূজার সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভক্তকূল। বছরান্তে মা দুর্গাকে বরণ করে নিতে কোনো ধরনের কমতি রাখতে চান না ভক্তবৃন্দ। পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এ বছর হিমালয়ের কৈলাশ থেকে মর্ত্যরে পিত্রালয়ে আসবেন দোলা বা পালকিতে করে। আর ফিরবেন গজ বা হস্তির পিঠে চড়ে।
গত বছরের তুলনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৪টি মন্ডপে পূজা উদযাপন কম হচ্ছে। গত বছর এ উপজেলায় ৯৯টি মন্ডপে পূজা উদযাপন হয়েছিলো। কিন্তু এবছর আর্থিক সংকটের কারনে পুজার সংখা কম হচ্ছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, পূজা নিয়ে আমাদেরও প্রস্তুতি চলছে। পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা জানান, ৪টি মন্ডবে আর্থিক সংকটের কারনে পুজা উদযাপন এবার সম্ভব হয়নি।
বাখ//আর