শাহজাদপুরে এএসপি কামরুজ্জামানকে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের অভিনন্দন
- আপডেট সময় : ১০:২১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৮০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান-‘পিপিএম সেবা’কে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌণে ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) এর কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান-‘পিপিএম সেবা’কে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক শ্রী বাসুদেব দত্ত, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর পৌর শাখার সভাপতি শ্রী রতন বসাক, সাধারন সম্পাদক ও ‘বাংলা খবর বিডি’র প্রকাশক শ্রী মানিক কুমার সরকার, থানার এসআই গোপাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী তুষার কান্তি সাহা, পূজা সম্পাদক চন্দন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী রাজেশ দত্ত, গণসংযোগ সম্পাদক পার্থ সাহা, সহ-পূজা সম্পাদক গৌরাঙ্গ সাহা, প্রচার সম্পাদক ভরত সাহাসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান-‘পিপিএম সেবা’ সনাতনী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘সনাতনী সম্প্রদায়ের যে কোন সমস্যা নিজেদের মধ্যে না রেখে আমাদেরকে অবহিত করলে আমরা সাথেসাথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’