সনাতনী নেতা মানিক সরকার ও বাসুদেব দত্তের প্রতি গভীর কৃতজ্ঞতা
শাহজাদপুরে এএসপি কামরুজ্জামানের হস্তক্ষেপে শতবর্ষী কালী মন্দিরের সম্পত্তি উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর উত্তরপাড়ার শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সম্পত্তি উদ্ধার করলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান-‘পিপিএম সেবা’। শাহজাদপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে শ্রী শ্রী কালীমাতা মন্দিরে পরিদর্শনে যান এএসপি মোঃ কামরুজ্জামান। এ সময় তিনি উক্ত মন্দিরের জায়গায় সংস্কার কাজে বাঁধা প্রদানকারী কায়েমপুর একতা যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম রবিন, সাধারন সম্পাদক আব্দুল মালেক ফকির, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফাসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সভাপতি সুদেব কুমার শীল ও সাধারন সম্পাদক বাচ্চু কুমার শীলসহ শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব দত্ত ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এবং বাংলা খরব বিডি’র প্রকাশক মানিক কুমার সরকারের সাথে আলোচনা করে মন্দিরের জায়গা দখলমুক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, এসআই মঞ্জুরুল, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, গ্রাম প্রধান মমতাজ প্রমাণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি সাহা, দফতর সম্পাদক অসীম ভট্টাচার্য, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, গণসংযোগ সম্পাদক পার্থ সাহা, প্রচার সম্পাদক ভরত সাহা, সদস্য মানিক সাহাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পূজা উদযপান পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে এএসপি মোঃ কামরুজ্জামান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে উক্ত মন্দির কমিটির সভাপতি সুদেব কুমার শীল, বাচ্চু কুমার শীলসহ স্থানীয় সনাতনীরা।