নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোঃ আব্দুল মজিদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য সেবন, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।