সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঁথিয়ায় অসুস্থ্য বাবাকে রক্তদানের পর মারা গেলেন ছেলে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস সড়কে দুর্ঘটনার ৭০ ভাগই মোটরসাইকেলে ঘটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ৭ম পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো সাংবাদিক স্ত্রী’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি : থানায় জিডি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় ইউক্রেন বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস বিশ্ব অর্থনীতিতে ব্যাংকিং খাতের সংকটের ছাপ পড়তে পারে: আইএমএফ

শাহজাদপুরে অসাধু বালু সিন্ডিকেট সক্রিয় : সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত 

শাহজাদপুরে অসাধু বালু সিন্ডিকেট সক্রিয় : সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত 

জহুরুল ইসলাম :
সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী খননের কাজ অসম্পূর্ণ থাকলেও সম্পূর্ণ হতে চলেছে স্তুপ করে রাখা নদী খননের শত কোটি টাকার বালু বিক্রি। আর অবৈধভাবে বালু বিক্রির জন্য বালু সিন্ডিকেট একদিকে নিয়েছে নয়া কৌশল, অন্যদিকে প্রশাসনের নমনীয়তা এবং উদাসীনতায় নির্বিঘ্নে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারালেও মাথাব্যথা নেই সংশ্লিষ্টদের।
এদিকে নদী খননের বালু লুটের মহোৎসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ শাহজাদপুরের সচেতন মহল মাঝে মাধ্যে সরব হলেও বেপরোয়া বালু সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় আরও বেপোরোয়া হয়ে উঠেছে বালু সিন্ডিকেটের সাথে সম্পৃক্তরা।
তথ্যানুসন্ধানে জানা গেছে, সম্প্রতি শাহজাদপুরে করতোয়া নদী খননের বালু স্তুপ করে রাখা বেশ কিছু পয়েন্ট সরকারিভাবে টেন্ডার হয়েছে। এই টেন্ডারের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ থাকলেও সেখানে বাঁধ সাধছে একটি অসাধু চক্র। টেন্ডারে পাওয়ার পর মামলা ঠুকে দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য বের করেছে নয়া নায়া কৌশল। এদিকে মামলা ঠুকে দিয়ে থেমে নেই চক্রটি। তড়িঘড়ি করে রাতের অন্ধকারে চলছে তাদের বালু লুটের মহোৎসব।
অন্যদিকে, আরেকটি বালু লুটপাটকারী চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিতে আরও একধাপ এগিয়ে গিয়ে প্রমাণ করতে সচেষ্ট রয়েছে স্তুপ করে রাখা কোটি কোটি সিএফটি বালু করতোয়া নদী খননেরই নয়। আইনের নানা মারপ্যাচে এই অভিনব কায়দায় সফল অসফলের তোয়াক্কা না করেই তারা প্রকাশ্য দিবালোকে মেতে উঠেছে লুটপাটে। সরকারি নদী খননের এই বালু লুটপাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও অর্থ আর ক্ষমতার জোরে আইনের ফাঁক ফোঁকড় দিয়ে বেড়িয়ে যাচ্ছে প্রতাপশালী বালুদস্যু চক্রটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকার কোল্ড স্টোরের পাশে অন্তত ১৫ বিঘা ফসলী জমি কৃষকদের কাছে থেকে কৌশলে লিজ নিয়ে স্তুপ করে রাখা হয়েছে প্রায় দুই কোটি সিএফটি নদী খননের বালু। সেখান থেকে প্রকাশ্যেই এক্সেভেটর মেশিন (ভেকু) দিয়ে বালু তুলে নিয়ে নির্বিঘ্নে একের পর এক ছুটে চলছে ড্রাম ট্রাক। প্রতিদিন ৩-৪ লাখ সিএফটি বালু এই পয়েন্ট থেকে লুট করে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী সোবহান এবং কামরুল। বিষয়টি নিয়ে কথা বলতে তাদের বালুর পয়েন্টের অফিসে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে তারা। পরে মুঠোফোনে সোবহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্থানীয় পরিবহন ব্যবসায়ী অরুণ খানের নির্দেশে তারা বালু বিক্রি করছেন।
জানতে চেয়ে পরিবহন ব্যবসায়ী অরুণ খানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদকে উল্টো প্রশ্ন করেন, “আপনাদের কে বলেছে এগুলো নদী খননের বালু?” পরে মামলা করে তিনি জিতেই পয়েন্ট থেকে বালু বিক্রি করছেন ।”
এদিকে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চর, শ্রীফলতলা এলাকা ঘুরে দেখা যায়, নদী খননের বালু বিভিন্ন পয়েন্টে স্তুপ করে রাখা বালু অধিকাংশ বিক্রি হয়ে গেলেও সম্প্রতি কয়েকটি  বালুর পয়েন্ট টেন্ডার হয়। সেটাও কৌশলে মামলা করে স্থিতাবস্থা জারি করিয়ে রাতের অন্ধকারে লুট করছে একটি প্রভাবশালী চক্র। সন্ধ্যার পর থেকেই একের পর এক আলো জ্বালিয়ে ছুটে আসে ট্রাক। তারপর দানবের মতো শব্দ করে বালু ভর্তি করে ছুটে যায় নির্ধারিত গন্তব্যের দিকে। এই লুটপাটে নির্দিষ্ট একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও তা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ।
এদিকে পুরো উপজেলা ঘুরে, রূপবাটি, পোতাজিয়া, নরিনা, গাড়াদহ ইউনিয়নে দেখা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং অনীহার কারণে ইতোমধ্যেই লুট হয়ে গেছে করতোয়া নদী খননের শত কোটি টাকার বালু।  সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে কিছু সংখ্যক বালুর পয়েন্ট টেন্ডার হলেও সেটাও বালু দস্যুদের কৌশলী মামলায় হারাতে বসেছে কার্যকারিতা। ফলে একদিকে রকার যেমন বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব প্রাপ্তি থেকে, অন্যদিকে, দানব আকৃতির ড্রাম ট্রাকে করে ওভারলোডে বালু বহন করায়  বিপুল সরকারি অর্থায়নে নির্মিত কাঁচাপাকা সড়ক নির্দিষ্ট সময়ের আগেই ভেঙেচুরে নানা খানাখন্দের সৃষ্টি হচ্ছে । ফলে সরকারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একেবারে ঢাকা পড়ছে করতোয়ার বালুতে।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, অবৈধভাবে যদি কেউ রাতের অন্ধকারে বালু বিক্রি করে থাকে তাইলে অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাহজাদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইমতিয়াজের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি।  পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজাদপুরের দায়িত্বপ্রাপ্ত হলেও বালুর বিষয়ে তাকে কোন দায়িত্বে রাখা হয়নি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *