মাগুরার শালিখা থানার নতুন ওসি মোঃ মোশাররফ হোসেন যোগদান করেছেন। পূর্বের ওসি মোঃ বিসারুল ইসলাম শ্রীপুর থানায় যোগদান করেছেন।
নতুন ওসি জানান, তিনি ইতিপূর্বে মোহাম্মদপুর উপজেলার নহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। ৭ মার্চ শালিখা থানায় যোগদান করেছেন। তিনি আরো বলেন, উপজেলা থেকে মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত করতে বদ্ধপরিকর।
এছাড়া পর্যায়ক্রমে তিনি শালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় করে উপজেলাকে একটি অপরাধ মুক্ত মডেল থানা হিসেবে গড়ে তুলতে চান।