নওয়াব আলী, মাগুরা প্রতিনিধি :
মাগুরার শালিখার চতুর বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা করতে হবে। মেধা ও মননের বিকাশে ও সুস্থ্য থাকতে এটি অতি প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ গোলাম ছরোয়ার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সহ-সভাপতি নির্মল বিশ্বাস, সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, আওয়ামী লীগ নেতা টুটুল প্রমুখ।
এ সময় স্কুলের শিক্ষাক কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।