‘শাকিবের সাথে বিচ্ছেদের খবরটি গুজব’ – বুবলী
- আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪৩৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :
‘শাকিব খানের সঙ্গে আমার বিচ্ছেদের খবরটি একান্তই গুজব ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে। যার কোনো ভিত্তি নেই। বিচ্ছেদ হয়ে গেলে আরও ৮ মাস আগেই তো এ সংবাদ প্রকাশ্যে আনতে পারতাম।’ মঙ্গলবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন আলোচিত নায়িকা শবনম বুবলী।
এ সময় বুবলী বলেন, আমার ও শাকিবের বিচ্ছেদের খবরটি গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম।
তিনি আরও বলেন, কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তা বোধোগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়।