পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শরীয়তপুর অঞ্চলের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও কর্মকর্তাদের প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) শরীয়তপুর সদরের দুবাই প্লাজায় কোম্পানির শরীয়তপুর সার্ভিস সেল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক ও সি ই ও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আবদুল্ল্যাহ হারুন পাশা, অতিরিক্ত সচিব (পিআরএল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) চীফ কনসালটেন্ট, পপুলার লাইফ ইনস্যুরেন্স। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
সভায় আরও বক্তব্য রাখেন, কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম ও মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন কোটারী, জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, প্রজেক্ট ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ সোহানুর রহমান সুরুজ, সৈয়দ নজরুল ইসলাম নাদিম, মোঃ মনির হোসেন, মোহাম্মদ নান্নু মৃধা, রায়হান মাহামুদ সুজন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ পর্যন্ত ৪১ লাখ গ্রাহকের সাড়ে ৬ হাজার কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে । উক্ত অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর জেলার ৫শ’ বাছাইকৃত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।