শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা (২০১৬- ২০২৫) কার্যকর বাস্তবায়ন করার লক্ষে উপজেলা পুষ্টি কমিটির পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে) বেলা ১১ টার সময় ডামুড্যা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সভ্যাসাচী মজুমদার , উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি কমিটির সদস্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতালেব হোসেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা।
সভাপতির বক্তব্যে উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন এবং তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।