ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাউজানে কুতবদিয়ার মালেক শাহ হুজুরের ওরশ শরিফ

শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর এবাদত করতে হবে- মুনিরুল মন্নান আল মাদানী (মা:জি:আ:)

এম বেলাল উদ্দিন, রাউজান
  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৯৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গাউছে মুখতার, হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক কুতুবী (রাহঃ) ওরশ শরিফ উপলক্ষে বিশাল নূরানী ওয়াজ মাহফিল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রাউজানের এয়াছিন নগর চৌধুরী বটতল সংলগ্ন ময়দানে স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়  অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দিস হুজুরের বড় শাহাজাদা  হজরতুল আল্লামা আলহাজ্ব  মুনিরুল মন্নান আল মাদানী (মা:জি:আ:)। তিনি বলেন, শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর এবাদত করতে  হবে। নফসকে টিক রাখতে আল্লাহর যিকির আর নবীজি (স.) দরুদ পাঠ করতে হবে।নিয়মিত নামাজ পড়তে হবে। মিথ্যা, বানোয়াট, জোর জুলুম করা যাবেনা, পরের হক্ব নস্ট করা যাবেনা। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় সুর্যের আলোর মত বলে দিতে হবে। তিনি বলেন, সামনে মাহে রমজান আসতেছে দ্রব্য মুল্যর দাম বাড়িয়ে মানুষকে কস্ট দিলে সেই ব্যবসায়ির রোজা আল্লাহর দরবারে কবুল হবেনা। গরিব অসহায় মানুষকে বড় টাকা ওয়ালারা সাহায্যোর নামে ফেসবুকে ছবি পোষ্ট প্রচার প্রচারনা এসব বাদ দিয়ে রবের ভয় নিয়ে দান করতে হবে। কারণ আমরা কেও সম্পদের মালিক না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ সম্পদ দেন বান্দাকে পরিক্ষা করার জন্য। সে সম্পদ থেকে মাদ্রাসা, মসজিদ,গরিব ফোকরা মিসকিনদের দান করতে হবে। মনে রাখতে হবে দানের টাকা বাড়ীতে পৌঁছিয়ে দেয়া সকল বিত্তবাদের দায়িত্ব কর্তব্য।আল্লাহকে খুশি করতে পারলেই আমাদের ইহকাল পরকাল দুটিতেই শান্তি আর শান্তি।
তিনি আরো বলেন, যাকাতের টাকার নামে কোন রাজনীতি যেন জড়ীত নহে সেটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হাদীস শরিফ মতে ডান হাতে দান করলে যেমন বাম হাত বুজতে না পারে সে ধরনের যাকাত প্রদান করতে হবে। তিনি সকলকে হালালের ইনকাম গ্রহন করে হারামের ইনকামের পথ পরিহারের আহবান জানান।
মোঃ আকবরের সঞ্চালনায় এতে বিশেষ মেহমান ছিলেন কক্সবাজার কুতুব শরীফ দরবারের হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী,
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মেম্বার মোহাম্মদ তৌহিদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন রাউজান ফকিরাবাম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নেছারুল হক আল কাদেরী(মা:জি:আ:)।
অতিথি ছিলেন কুতুব শরীফ দরবার কমিটি রাউজান শাখার সভাপতি আবদুস সালাম চৌধুরী,
কুতুব শরীফ দরবার কমিটি, রাউজান শাখার সাধারণ সম্পাদক- আবু মোহাম্মদ হোসেন চৌধুরী,রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন।
বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক হযরত মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ মাওলানা মোঃ হাসান, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মোঃ ওসমান সওদাগর,সহসভাপতি আলমগীর সওদাগর সেক্রেটারি ও সাবেক রেলওয়ে কর্মকর্তা ছৈয়দ আলম পিন্টু, অর্থ সম্পাদক মোঃ ইছহাক, প্রচার সম্পাদক জামাল ও মোরসেদসহ শাখার শতাধিক সদস্যবৃন্দ। পরে মিলাদ কিয়াম,মোনাজাত ও তাবরক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

রাউজানে কুতবদিয়ার মালেক শাহ হুজুরের ওরশ শরিফ

শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর এবাদত করতে হবে- মুনিরুল মন্নান আল মাদানী (মা:জি:আ:)

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
গাউছে মুখতার, হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক কুতুবী (রাহঃ) ওরশ শরিফ উপলক্ষে বিশাল নূরানী ওয়াজ মাহফিল ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রাউজানের এয়াছিন নগর চৌধুরী বটতল সংলগ্ন ময়দানে স্মৃতি সংসদের ব্যবস্থাপনায়  অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দিস হুজুরের বড় শাহাজাদা  হজরতুল আল্লামা আলহাজ্ব  মুনিরুল মন্নান আল মাদানী (মা:জি:আ:)। তিনি বলেন, শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর এবাদত করতে  হবে। নফসকে টিক রাখতে আল্লাহর যিকির আর নবীজি (স.) দরুদ পাঠ করতে হবে।নিয়মিত নামাজ পড়তে হবে। মিথ্যা, বানোয়াট, জোর জুলুম করা যাবেনা, পরের হক্ব নস্ট করা যাবেনা। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় সুর্যের আলোর মত বলে দিতে হবে। তিনি বলেন, সামনে মাহে রমজান আসতেছে দ্রব্য মুল্যর দাম বাড়িয়ে মানুষকে কস্ট দিলে সেই ব্যবসায়ির রোজা আল্লাহর দরবারে কবুল হবেনা। গরিব অসহায় মানুষকে বড় টাকা ওয়ালারা সাহায্যোর নামে ফেসবুকে ছবি পোষ্ট প্রচার প্রচারনা এসব বাদ দিয়ে রবের ভয় নিয়ে দান করতে হবে। কারণ আমরা কেও সম্পদের মালিক না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। অতএব আল্লাহ সম্পদ দেন বান্দাকে পরিক্ষা করার জন্য। সে সম্পদ থেকে মাদ্রাসা, মসজিদ,গরিব ফোকরা মিসকিনদের দান করতে হবে। মনে রাখতে হবে দানের টাকা বাড়ীতে পৌঁছিয়ে দেয়া সকল বিত্তবাদের দায়িত্ব কর্তব্য।আল্লাহকে খুশি করতে পারলেই আমাদের ইহকাল পরকাল দুটিতেই শান্তি আর শান্তি।
তিনি আরো বলেন, যাকাতের টাকার নামে কোন রাজনীতি যেন জড়ীত নহে সেটি খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হাদীস শরিফ মতে ডান হাতে দান করলে যেমন বাম হাত বুজতে না পারে সে ধরনের যাকাত প্রদান করতে হবে। তিনি সকলকে হালালের ইনকাম গ্রহন করে হারামের ইনকামের পথ পরিহারের আহবান জানান।
মোঃ আকবরের সঞ্চালনায় এতে বিশেষ মেহমান ছিলেন কক্সবাজার কুতুব শরীফ দরবারের হাফেজ মাওলানা শেখ আখতারুল হক আল কুতুবী,
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মেম্বার মোহাম্মদ তৌহিদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন রাউজান ফকিরাবাম জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নেছারুল হক আল কাদেরী(মা:জি:আ:)।
অতিথি ছিলেন কুতুব শরীফ দরবার কমিটি রাউজান শাখার সভাপতি আবদুস সালাম চৌধুরী,
কুতুব শরীফ দরবার কমিটি, রাউজান শাখার সাধারণ সম্পাদক- আবু মোহাম্মদ হোসেন চৌধুরী,রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন।
বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট মাইজভান্ডারি গবেষক হযরত মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, হাফেজ মাওলানা মোঃ হাসান, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মোঃ ওসমান সওদাগর,সহসভাপতি আলমগীর সওদাগর সেক্রেটারি ও সাবেক রেলওয়ে কর্মকর্তা ছৈয়দ আলম পিন্টু, অর্থ সম্পাদক মোঃ ইছহাক, প্রচার সম্পাদক জামাল ও মোরসেদসহ শাখার শতাধিক সদস্যবৃন্দ। পরে মিলাদ কিয়াম,মোনাজাত ও তাবরক বিতরন করা হয়।