লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল
- আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২৭ বার পড়া হয়েছে
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পরও বৈরুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল শনিবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে ইসরায়েলে হামলার জবাবে অন্তত ৮টি রকেট হামলা চালিয়েছে হিজবু্ল্লাহ। সেইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা। নাসরাল্লাহর মৃত্যুতে লেবাননে তিন দিনের শোক চলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের মধ্যে লেবাননে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে, নাসরাল্লাহ হত্যাকে একটি ঐতিহাসিক মোড় উল্লেখ করে, এটি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী দিনগুলোতে ইসরায়েলকে আরও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেও জানান তিনি।
নাসরাল্লাহকে হত্যার পর, হিজবুল্লাহর প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।