মোঃ রেজাউলকরিম, লালমনিরহাট:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে রচিত ৭ই মার্চ পালন করা হয়েছে।
৭ মার্চ (মঙ্গলবার) সকালে আল নাহিয়ান শিশু পরিবারের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল স্তরের মানুষের পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়।
এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড সফুরা বেগম রুমি, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সুশীল সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।