লাঙ্গলবন্দে অষ্টমী স্নানোৎসব শুরু কাল
- আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ৫২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ সংবাদদাতা: কাল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। দু’দিন ব্যাপি এ স্নান উৎসব সফল করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পুর্ণ্যার্থীদেরজন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।
হিন্দু শাস্ত্র মতে, দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করে পাপমুক্ত হন। হিমালয়ের মানস সরবরের পানি ব্রহ্মপুত্র নদে মিশেছে। প্রতি বছর চৈত্র মাসে পূণ্য লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা জড়ো হন নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে। সেখানে স্নান করে নিজেদের পাপমোচন করেন। দেশের বাইরে থেকেও অনেকে আসেন এই অষ্টমী স্নানে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ০৫ মিনিটে লগ্ন শুরু হবে অষ্টমী স্নান উৎসবের। শেষ হবে বুধবার রাতে। রোজার মধ্যে হলেও এবারের আয়োজনে কোন ঘাটতি থাকবে না বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার সিপন।
পুণ্যার্থীদের যাতায়াত ও পূজা নির্বিঘœভাবে সম্পন্ন করতে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়েনিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নদের নির্দিষ্ট জায়গায়বেশ কয়েকটি স্নান ঘাট তৈরি ও নদীর পরিবেশ ঠিক করতে কাজ করছে বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার এই স্নানোৎসব ১০ লাখের বেশি পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের।