রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প :২ লক্ষ ৯৮ হাজার টাকার যন্ত্রাংশসহ ৪ চোর আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে

// ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি //
ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় ২ লক্ষ ৯৮ হাজার টাকার যন্ত্রাংশসহ ৪ চোরকে আটক করা হয়। শুক্রবার (৯ জুন) ভোররাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ চুরির সময় সেনাবাহিনীর হাতে তারা আটক হয়।
আটককৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী লক্ষীকুন্ডা ইউনিয়নের বোরামপুর গ্ৰামের মোঃ শিপন প্রামানিকের ছেলে তামিম (১৮) ,মৃত সেন্টু প্রামানিকের ছেলে রায়হান (২০), মৃত জুয়েল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (১৮) এবং চর রূপপুর বিশ্বাস পাড়ার মোঃ লিটন প্রামানিকের ছেলে সাকিব প্রামানিক (১৮)।
ঈশ্বরদী রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ জানান, শুক্রবার ভোররাতে লোহা চুরির উদ্দেশ্যে ৭-৮ জন কিশোর নদী পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর আটককৃতরা তাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজে ব্যবহৃত মুল্যবান বিভিন্ন সামগ্রী চুরি করতে থাকে। ঘটনা বুঝতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কিশোর চোর গ্যাংয়ের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে আটককৃতদের রুপপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে সেনাবাহিনী।
উল্লেখ্য, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আইআরএফ বাহিনীর সহায়তায় ধৃত এবং পুলিশের সহায়তায় আটককৃত আসামীদের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের ৭৩ কেজি ওজনের বড় নাট (৩ বক্স), ২৮ হাজার টাকা মুল্যের ২৬ কেজি ওজনের সাদা বল্টু (১ বক্স), ৪২ হাজার টাকা মুল্যের ৩০ কেজি লম্বা নাট (১বক্স), ১৬ হাজার টাকা মূল্যের ৪১ কেজি ওজনের সাদা বড় চাকতি (২ বক্স) এবং ৪২ হাজার টাকা মুল্যের ২৮ কেজি ওজনের ছোট কালো নাট (১বক্স) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের সর্বোমোট আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৮ হাজার টাকা।