ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিয়াদের ‘বাদ পড়া’ ইস্যুতে যা বললেন বাশার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোটর্স ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও রিয়াদের দলে না থাকাকে ‘বাদ পড়া’ বলতে নারাজ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (১৩ মার্চ) রিয়াদের বাদ পড়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মাহমুদউল্লাহকে দলে না রাখার প্রতিক্রিয়া দিতে গিয়ে বাশার জানান, বিকল্প ক্রিকেটার প্রস্তুত করার জন্য রিয়াদকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছি এই সিরিজে। কারণ, সে পরীক্ষিত ক্রিকেটার। তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে (বিশ্বকাপে) তারা আগেও খেলেছে, রিয়াদের কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘রিয়াদের জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাও খুব বেশি না একজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

এর আগে, পুর্নাঙ্গ সিরিজ খেলতে রোববার (১২ মার্চ) ঢাকা হয়ে সিলেট পৌঁছায় আয়ারল্যান্ড দল। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

নিউজটি শেয়ার করুন

রিয়াদের ‘বাদ পড়া’ ইস্যুতে যা বললেন বাশার

আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

স্পোটর্স ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দল থেকে বাদ পড়েন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও রিয়াদের দলে না থাকাকে ‘বাদ পড়া’ বলতে নারাজ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (১৩ মার্চ) রিয়াদের বাদ পড়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মাহমুদউল্লাহকে দলে না রাখার প্রতিক্রিয়া দিতে গিয়ে বাশার জানান, বিকল্প ক্রিকেটার প্রস্তুত করার জন্য রিয়াদকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছি এই সিরিজে। কারণ, সে পরীক্ষিত ক্রিকেটার। তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে (বিশ্বকাপে) তারা আগেও খেলেছে, রিয়াদের কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘রিয়াদের জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা থেকেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাও খুব বেশি না একজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

এর আগে, পুর্নাঙ্গ সিরিজ খেলতে রোববার (১২ মার্চ) ঢাকা হয়ে সিলেট পৌঁছায় আয়ারল্যান্ড দল। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।