ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিতেশ-জেনেলিয়া একসঙ্গে অন্তঃসত্ত্বা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক : 
অন্তঃসত্ত্বা স্ত্রী জেনেলিয়ার পাশে স্বামী রিতেশ। সেও অন্তঃসত্ত্বা! অবাক কাণ্ড সাড়া ফেলেছে বলিউডে। তবে গল্পটা বাস্তবের নয় সিনেমার। এমনই মজার গল্পে আসছে রিতেশ-জেনেলিয়া অভিনীত ‘মিস্টার মাম্মি’।

সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রিতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী! তারপর? স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন সিনেমার ঘোষণা। তারপর প্রচার ঝলক এলো যথাসময়ে। গল্পটা কী? ১৯৯৪ সালের হলিউড সিনেমা জুনিয়রের মতো কিছু? একেবারেই নয়। জানা গেল ঝলক ভিডিওতে।

ট্রেলারে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রিতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাকে রিতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডি সুজা আর তিনি একইরকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রিতেশের গর্ভে সন্তান এসেছে। সেকথা তাকে বলতে চোখ ছানাবড়া রিতেশের। জেনেলিয়া আর তিনি একইসঙ্গে সন্তানধারণ করবেন? কীভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হলো এমন উলটপুরাণ! জানতে হলে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

দীর্ঘদিন পর রিতেশ-জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’।

উল্লেখ্য, ‘বেদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে চলেছেন রিতেশ। নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। তার বিপরীতে থাকবেন জেনেলিয়া। ‘বেদ’ দিয়েই প্রথমবারের মতো মারাঠি চলচ্চিত্রে অভিষেক ঘটছে জেনেলিয়ার। এটি মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর। সূত্র : আনন্দবাজার।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রিতেশ-জেনেলিয়া একসঙ্গে অন্তঃসত্ত্বা!

আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : 
অন্তঃসত্ত্বা স্ত্রী জেনেলিয়ার পাশে স্বামী রিতেশ। সেও অন্তঃসত্ত্বা! অবাক কাণ্ড সাড়া ফেলেছে বলিউডে। তবে গল্পটা বাস্তবের নয় সিনেমার। এমনই মজার গল্পে আসছে রিতেশ-জেনেলিয়া অভিনীত ‘মিস্টার মাম্মি’।

সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রিতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী! তারপর? স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন সিনেমার ঘোষণা। তারপর প্রচার ঝলক এলো যথাসময়ে। গল্পটা কী? ১৯৯৪ সালের হলিউড সিনেমা জুনিয়রের মতো কিছু? একেবারেই নয়। জানা গেল ঝলক ভিডিওতে।

ট্রেলারে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রিতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাকে রিতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডি সুজা আর তিনি একইরকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রিতেশের গর্ভে সন্তান এসেছে। সেকথা তাকে বলতে চোখ ছানাবড়া রিতেশের। জেনেলিয়া আর তিনি একইসঙ্গে সন্তানধারণ করবেন? কীভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হলো এমন উলটপুরাণ! জানতে হলে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

দীর্ঘদিন পর রিতেশ-জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’।

উল্লেখ্য, ‘বেদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে চলেছেন রিতেশ। নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। তার বিপরীতে থাকবেন জেনেলিয়া। ‘বেদ’ দিয়েই প্রথমবারের মতো মারাঠি চলচ্চিত্রে অভিষেক ঘটছে জেনেলিয়ার। এটি মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর। সূত্র : আনন্দবাজার।