রাহুল-দিশার ঘরে এল লক্ষ্মী
- আপডেট সময় : ১২:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে

মে মাসে সুখবরটা জানিয়েছিলেন রাহুল বৈদ্য এবং দিশা পারমার। ২০ সেপ্টেম্বর, মুম্বইয়ের এক হাসপাতালে কন্যা ত্রী দিশা পারমার এবং গায়ক রাহুল বৈদ্যর বাড়িতে এল লক্ষ্মী। বুধবার রাতে মুম্বইয়ে কন্যা সন্তানের জন্ম দেন দিশা। অন্ত্বঃসত্তাকালীন অবস্থায় কখনও বিমানবন্দরে কখনও আবার কোনও স্টুডিয়োর বাইরে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা। সেই অবস্থায়ও কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ২০ সেপ্টেম্বর মেয়ে হল দিশা এবং রাহুলের। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরই জানালেন নতুন বাবা। মেয়ে হওয়ার খবর দিয়ে রাহুল লেখেন, “লক্ষ্মী এল ঘরে। আমাদের মেয়ে হয়েছে। মা এবং মেয়ে দু’জনেই ভাল আছে, সুস্থ আছে। এই সময় যাঁরা আমাদের পাশে ছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ।” এই খবর ছড়িয়ে পড়া মাত্র চারিদিক থেকে শুভেচ্ছার বন্যা। ইন্ডাস্ট্রির সবাই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবার প্রথম শুভেচ্ছা এসেছে দিশার সহ-অভিনেতা নকুল মেহতার কাছ থেকে।
নকুল এবং দিশার জুটি দর্শকের অন্যতম প্রিয়। কিছু দিন আগে পর্যন্ত রাম কপূর এবং প্রিয়ার প্রেমের গল্প দেখার জন্য মুখিয়ে থাকতেন তাঁরা। দিশার প্রথম সিরিয়াল ‘প্যায়ার কা দর্দ হ্যায়’। এই সিরিয়ালেও তাঁর প্রথম নায়ক ছিলেন নকুল। ফলে তাঁদের মধ্যে এত বছরে গড়ে উঠেছে এক বন্ধুত্ব। দিশার জীবনের আরও এক নতুন অধ্যায়ের সূচনায় নকুল যে কতটা খুশি, তা বোঝা গেল নায়কের মন্তব্যে।
বা/খ/রা