মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের দরগাহা পাড়া এলাকায় পুকুর সংস্কারের কথা বলে পিকআপে করে মাটি বিক্রি করে ইউনি ব্লক রাস্তা নষ্ট করার দায়ে নুরুল বারী নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিকআপে করে মাটি বিক্রি করে ইউনি ব্লক রাস্তা নষ্ট করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ইউনি ব্লক রাস্তা নষ্ট দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কৃষি জমিতে গৃহ নির্মাণ করা দায়ে স্থাপনা ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।