ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
রোববার বিকেলে ঈশ্বরদী শহরে আনন্দ র্যালি বের করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতম শহিদুজ্জামান নাসিম, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এ ছাড়া দলীয় নেতাকর্মী, রিকশাচালক, ভ্যানচালক, ফুটপাতের দোকানীসহ পথচারীদের মাঝে মিষ্টি বিরতণ করা হয়।