রাষ্ট্রপতিকে ভালোবেসে ঢাকা থেকে ছুটে আসলেন মোঃ হাসান নামের রাষ্ট্রপতির একজন ভক্ত অনুরাগী। আজ ১৫ মে রাষ্ট্রপতি ৪ দিনের সফরে নিজ জেলা পাবনায় আসেন। রাষ্ট্রপতির আগমনের খবর পেয়ে ওই ভক্তও ছুটে আসেন রাষ্ট্রপতির নিজ জেলা পাবনাতে। পাবনায় এসে তিনি সদর গোরস্তানে রাষ্ট্রপতির পিতা মাতা কবর জিয়ারত করেন এবং পাবনা জেলার মানুষের আতিথিয়তায় মুগ্ধ হয়ে পাবনাবাসির প্রশংসা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপতির ভক্ত মোঃ হাসানের সাথে কথা হলে তিনি বলেন, দেশের ২২ তম রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভালো মানুষ এবং আমি মহামান্যর একজন ভক্ত । আমি আজকে এসেছি রাষ্ট্রপতিকে ভালোবেসে ও রাষ্ট্রপতির নিজ জেলা পাবনা জেলা ঘুরে দেখতে। এ ছাড়াও মহামান্যর পিতা মাতার কবরও জিয়ারত করেছি।
উক্ত ভক্ত মোঃ হাসান ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত। এ সময় হাসান নামের ওই ভক্ত পাবনায় কর্মরত জাতীয় দৈনিক আমার সংবাদের পাবনা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মজিবুল হক লাজুক, বাংলা খবর বিডির পাবনা প্রতিনিধি এ.এইচ.মাসুক, চ্যানেল এস পাবনা প্রতিনিধি এম.জে সুলভ ও দৈনিক পাবনার বাণীর স্টাফ রিপোর্টার মনোয়ার পারভেজকে সঙ্গে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির দিনব্যাপী কর্মসূচীতে অংশগ্রহণ করেন।