নিজস্ব প্রতিবেদক :
র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় ১৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে চান্দাইকোনা বাইপাস মোড়স্থ জমজম দই ঘরের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১ টি মটরসাইকেল এবং ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এমদাদুল হক ঠাকুরগাঁও জেলার হরিপুর টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি এলাকার সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এমদাদুল দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
বা/খ : এসআর।