রাবি ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক
- আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ৪০৮ বার পড়া হয়েছে

// নিহাল খান, রাজশাহী ব্যুরো //
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে,পরীক্ষা চলাকালে ছাত্রলীগের বিভিন্ন সহায়তায় মুগ্ধ হয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন চত্ত্বরে মেডিকেল টিম সেবা প্রদান, বিশুদ্ধ পানি বিতরণ, খাবার স্যালাইন বিতরণ, কলম বিতরণসহ পরীক্ষা চলাকালে অভিভাবকদের বিশ্রামের জায়গা করেছেন তারা।
নেত্রকোনা থেকে আসা শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, রাজশাহীতে অনেক তাপমাত্রা। আমি পানি কিনতে যাচ্ছিলাম। এমন সময় কিছু ছেলে আমার হাতে একটা পানির বোতল দিয়ে বলল ‘চাচা, দোয়া করবেন’।পরে জানতে পারি এরা ছাত্রলীগ করে। তাদের উদ্যোগটি প্রশংসনীয়।
মাগুরা থেকে রাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসেছেন সুইটি আক্তার। তিনি বলেন, তাদের উদ্যোগটি অনেক ভালো লেগেছে। আমি মেডিকেল টিমের সেবা নিয়েছি এবং পানি ও স্যালাইন নিয়েছি। তীব্র গরমে আমি অনেক উপকৃত হয়েছি।
জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে।ভর্তি পরীক্ষায় আমরা আমাদের সাধ্যমত শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করার চেষ্টা করেছি। আরও দুই ইউনিটের পরীক্ষা বাকী আছে। এই দিনগুলোতেও আমরা এভাবেই শিক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিয়ে যাব।