রাতের অন্ধকারে কার পোস্টার লাগাচ্ছেন মাহিয়া মাহি!
- আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৪১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি রাতের অন্ধকারে কার পোস্টার লাগাচ্ছেন এই নিয়ে তুমুল উৎসাহ দেখা যাচ্ছে নেট দুনিয়ায়। অনেকেরই উৎসাহ জাগছে মাহির লাগানো পোস্টারে যে ছবিটি দেখা যাচ্ছে আসলে সেই ছবিটি কার? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূল ধারার গণমাধ্যমেরও উৎসাহের কমতি নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের তথ্যের মাধ্যমে জানা যায়, ইদানিং নিজের ক্যারিয়ারের চেয়ে স্বামী সংসার নিয়েই বেশি মনযোগী অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায় কতটা সংসারে মনযোগী এই অভিনেত্রী। স্বামী রকিব সরকারের রাজনৈতিক কর্মকান্ড নিয়েও তার উৎসাহের কমতি নেই।
এবার এই অভিনেত্রীর নিজের ফেসবুকে পোস্ট দেওয়া একটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেছে। পোস্ট দেওয়া রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে লাগানো সেই পোস্টারের ছবি আসলে মাহির স্বামী রকিব সরকারের নির্বাচনী পোস্টার।
আসন্ন গাজীপুর জেলার বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রকিব সরকার। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার সাটানো হচ্ছে। মাহিয়া মাহি নিজেও নেমেছেন স্বামীর এই নির্বাচনী প্রচারণায়।
সোমবার (১০ অক্টোবর) অন্ধকার রাতে ফেসবুক লাইভে এসে মাহি তার স্বামীর পোস্টার লাগানোর দৃশ্য দেখান। সেখানে ক্যাপশন দিয়েছেন, রকিব সরকার ভাইয়ের (বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী) পোস্টার লাগাই।
অন্যদিকে লাইভে রকিব সরকার বলেন, “আগামী ২০ তারিখ (সম্ভাব্য) বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সেজন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী পোস্টার করেছে।”
এরপর রাত ১১টা ৩৬ মিনিটে কয়েকটি স্টিল ছবি পোস্ট করেন মাহিয়া। সেখানেও তাকে দেখা যায় তিনি নিজে পোস্টার লাগাচ্ছেন। ছবিতে তার সঙ্গী হিসেবে রয়েছেন স্বামী রকিব সরকার।
সেই পোস্টের ক্যাপশনে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা লিখেছেন, রকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম।