নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩২টি স্টল বসে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন এবং পায়রা উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কামরুন্নাহার আকতার, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অনেকেই।
বা/খ: জই