রাজারহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
- আপডেট সময় : ০৬:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৪ বার পড়া হয়েছে

রাজারহাটে সাংবাদিক ও রাজনীতিবীদদের সাথে পরিচিতি এবং মত বিনিময় সভা করেছেন নবাগত ইউএনও কাবেরী রায়। একই দিনে তিনি বীরমুক্তিযোদ্ধা ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পৃথক মত বিনিময় সভা করেন। এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন কাবেরী রায়।
মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সুমন রায়,সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তৌহিদ ব্যাপারী,জাহানুর আলম সোহেল,উপজেলা জাতীয় পার্টির নেতা ওয়াহেদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নিজেদের পরিচিতি প্রদান ও উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বা/খ/রা