রাজারহাটে বন্যা দূর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজারহাটে তারেক রহমানের পক্ষ থেকে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ী গ্রামে কুড়িগ্রাম জেলা বিএনপি এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।
স্থানীয় বিএনপির সভাপতি রবিউল ইসলাম দুলালের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। পরে বন্যাদূর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাখ//এস