রাজারহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে “মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ওসি তদন্ত প্রানকৃষ্ণ দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, রাজারহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক হবিবর রহমান, প্রধান শিক্ষক নুর ইসলাম, শিক্ষক সরওয়ার হোসেন সহ অনেকে।