রাজারহাটে অবাধে বালু উত্তোলন,পরিবেশ হুমকীর মুখে
- আপডেট সময় : ১১:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ৪৯৪ বার পড়া হয়েছে
রাজারহাটে সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করছেন বালু কারবারিরা। ফলে ফসলি জমি, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। জানা গেছে,উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামে বালু ব্যবসায়িরা যেন নতুন উদ্যোমে বালু উত্তোলন প্রতিযোগিতায় মেতে উঠেছেন। বেশ কিছুদিন ধরে সেখানে একাধিক স্পর্টে বালু উত্তোলন করছেন চিহ্নিত বালু কারবারিরা।
এরমধ্যে ওই গ্রামের ড্রেজার ব্যবসায়ি সুমন মিয়ার নেতৃত্বে তিনটি শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে দিনরাত ২৪ঘন্টা বালু উত্তোলন অব্যাহত থাকায় এলাকার ফসলি জমি,বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকীর সম্মূখীন হয়ে পড়েছে। এলাকাবাসী হরিশ্বর তালুক গ্রামে স্থায়ীভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ধারা ৫এর ১উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভ‚গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪এর খ অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ-সড়ক, মহাসড়ক, বন,রেললাইন ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনি¤œ এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। অথচ কোন আইনের তোয়াক্কা করছে না হরিশ্বর তালুকের বালু কারবারিরা। বালু কারবারি ও ড্রেজার মালিক সুমন বলেন,ড্রেজার মেশিন আছে তাই ব্যবসা করছি।
এবিষয়ে জানতে মুঠো ফোনে একাধিকবার ফোন করেও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাওয়া যায়নি। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বালু উত্তোলনের বিষয়টি জেনে বলেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
বাখ//আর