রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :
রাজারহাটের সিংগার ডাবরিহাট স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। ফলে এলাকাবাসী ও অভিভাবকগণ ওই প্রতিষ্ঠানের কলেজ শাখার ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত ২০২০-২১শিক্ষাবর্ষে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখা থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে জানা যায়, ওই প্রতিষ্ঠানটি থেকে কোন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি।
বৃহস্পতিবার এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি ওই প্রতিষ্ঠানে গিয়েও তা বন্ধ পাওয়া গেছে এবং প্রধান শিক্ষককে না পাওয়ায় তার মতামত জানা যায়নি।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজাদ হোসেন জানান, কলেজ শাখার বিষয়ে আমার কিছু জানা নেই।
রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে একজনও পাস করতে পারেনি।
বা/খ: এসআর।