রাজস্থলীতে পাথর বোঝাই ট্রাক উল্টে আহত ৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে

রাজস্থলী-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাক উল্টে যায়। এতে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ১১ মার্চ শনিবার সকালে রাজস্থলী ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমান্ত সড়কের ৫ কিঃমিঃ আমতলী পাড়া নামক এলাকায় একটি ( টিএস, ঢাকা মেট্রো ১১-০৯০৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চালক হেলপার ও লেবারসহ সীমান্ত সড়কের নির্মাণ কাজের জন্য পাথর বোঝাই করে যাচ্ছিল। আহতরা হলেন, রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আলি হোসেন মুসল্লির ছেলে শাহাজান (৫৫), বান্দরবানের আলিকদম এলাকার নজির আহমদের ছেলে রবিউল হোসেন (২৫) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার চন্দরাইশ এলাকার হেদায়েতের ছেলে ইউনুচ আলী (৩২) ।
আহত রবিউল জানিয়েছে, রাজস্থলী হতে পাথর বোঝাই করে ট্রাক টি সীমান্ত সড়কে যাচ্ছিল। পথে ৫ কিলো আমতলি পাড়া এলাকায় পৌঁছালে ট্রাক টি হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক হেলপার ও লেবার গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় ও ২৬ ইসিবির সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে আহতব্যক্তিদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে যান। আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) প্রেরণ করেন রাজস্থলী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা। অন্য দুইজন চিকিৎসা নেন।
এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন বলেন, রাজস্থলীর সীমান্ত সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার খবর শুনেছি। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে বলে ওসি জানান।
বা/খ: এসআর।