রাজশাহীতে র্যাবের অভিযানে ৩ অস্ত্র কারবারী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ৫৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে গান পাউডার ও বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার গ্রেপ্তার গ্রেপ্তারকরেছে র্যাব।
আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লীন্টার,চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাাগাজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুলকে গ্রেপ্তার করা হয়।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেপ্তারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরীর সরজ্ঞাম সরবরাহ করেছে।তাদের রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিলো বলেও জানান র্যাবের অধিনায়ক।