রাজধানীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
- আপডেট সময় : ১২:২১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বনানী থানা এলাকার কাকলি ওভার ব্রিজের নিচে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ব্যবসায়ী বি এস কৃষ্ণ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার সদর উকিলপাড়ার মৃত হরি বাসর সাহা ও সেফালী সাহা’র ছেলে কৃষ্ণ সাহা। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বর রোডের ৩৫ নম্বর বাসায় পরিবারের সাথে থাকতেন। মৃতের সন্তানরা প্রবাসে থাকেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু ইয়াসিন ও রুমা জানান, তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওভার ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত ব্যক্তির কাছে থাকা কাগজপত্র থেকে তার নামপরিচয় পাওয়া যায়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভাশিস সরকার বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে সংবাদ শুনে স্ত্রী লিপিকা সাহাসহ স্বজনরা হাসপাতালে ছুটে আসে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।