রাঙ্গাবালীতে বিদ্যুৎপিষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ৪১৮ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যুৎপিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জুগিরহাওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে সিদ্দিকুর জুগির হাওলা গ্রামের প্যাদা বাড়িতে যান দিনমজুরের কাজ করতে। সেখানে গিয়ে নারিকেল গাছে উঠে আগাছা পরিষ্কার করছিলেন তিনি। কিন্তু এ সময় হঠাৎ একটি গাছের পাতা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সিদ্দিকুর।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, বিদ্যুৎপিষ্ট হয়ে সিদ্দিকুর নামের একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।