রাউজান পৌরসভায় ৩’শ কোটি টাকা ব্যয়ে ১৬০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ২০৬২ বার পড়া হয়েছে

// রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি //
রাউজান পৌরসভার ১শ ৬০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। একটি পৌরসভায় একসাথে এত প্রকল্প উদ্বোধন সারাদেশে প্রথম বলেছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে ৩শ কোটি টাকা ব্যয়ে ১শ ৬০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন একটি মাইলফলক বলে মনে করেন পৌর নাগরিকরা।পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র-২ এড. সমীর দাশ গুপ্তের সঞ্চালনায় পৌর মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,ইউনও আব্দুস সামাদ শিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব,সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,পৌর প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, আলমগীর আলী, শওকত হাসান, জানে আলম জনি, এড. দিলীপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা প্রমুখ।
মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, এবিএম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় রাউজান পৌর এলাকাকে পরিকল্পিত নগরী করা হচ্ছে। আগামী অর্থ বছরে কোন সড়ক কাঁচা থাকবে না। জলবন্ধতা নিরসনে খাল খনন ও পানি নিস্কাসনের নালা সম্প্রসারণ করা হয়েছে। যানজট নিরসনে নতুন করে বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে ছয়টি।এ ছাড়া এক সাথে ১শ ৬০ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে পৌর এলাকার চিত্র।
বা/খ/রা