চট্টগ্রামের রাউজান পশ্চিম ডাবুয়া আমিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দুপুরে স্কুল মাঠে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সূজন সেনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
স্কুল শিক্ষক মোঃ নুরুল আবছার ও শিক্ষক মুহাম্মদ আরমান হোসেনের যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন, রাউজান উপজেলা কৃষক লীগের সেক্রেটারি ক্রীড়া সংগঠক জিয়াউল হক চৌধুরী সুমন। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুছ। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল প্রধান শিক্ষক প্রদিপ কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, শিক্ষানুরাগী এডভোকেট শফিউল আজম, এয়াছিনশাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী, আমিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন ইলিয়াছ, সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মুহাম্মদ মাসুদ রানা।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ বাদশা, মোঃ আজাদ হোসেন, শাহাদাৎ হোসেন, প্রবাসী শিমুল শীল স্কুল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ মঈনুল আমিন আশিক, সদস্য মুহাম্মদ জসিম মেম্বার, অভিভাবক মাওলানা ইকবাল হোসেন, ব্যবসায়ী সূজন দে, মুহাম্মদ মুরাদ, স্কুল শিক্ষক বেগম নুচহাত সুলতানা, বাসন্তী সিংহ, সৈয়্যদা পাহমিনা আকতার, আন্না চক্রবর্তী প্রমুখ।
এতে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর খেলাধুলা, কবিতা আবৃতি, যেমন খুশি তেমন সাজা, মুক্তিযোদ্ধার কমান্ডো, নৃত্য, গান পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে বিজয়ী ১শ’৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ইভেন্টের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ২শ’ শিক্ষার্থীকে দেয়া হয় শান্তনা পুরস্কার।