রাউজানে সিএনজি সমিতির ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে মাহফিল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১১০২ বার পড়া হয়েছে

রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির ব্যবস্থাপনায় জশনে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে নূরানী ওয়াজ মাহফিল পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ) সভাপতিত্বে অনুষ্টিত হয়।
(১৭ সেপ্টেম্বর) রোববার বাদে মাগরিব আমিরহাট হাজী রহমানিয়া মার্কেটে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, হলদিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।মাওলানা শহিদুল্লাহ ভান্ডারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হযরত এয়াছিনশাহ কলেজের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান। উদ্বোধক ছিলেন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।
প্রধানবক্তা ছিলেন, অধ্যাপক মুফতি সৈয়্যদ মুহাম্মদ হাসান মোরাদ কাদেরী। ত্বকরির করেন মাওলানা জাফর আলম নুরী,শায়ের মাওলানা আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল,কলেজ শিক্ষক মোঃ আবদুস সালাম,অধ্যাপক মঈনুল আমিন আশিক,মোঃ আকতার উদ্দিন,সমিতির নির্বাচিত সভাপতি জহুর মেম্বার,সেক্রেটারী মোঃ সরোয়ার,মাওলানা ইকবাল হোসেন,মাওলানা এমরান হোসাইন,সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ হারুন,অর্থ সম্পাদক মোঃ আজম,সহ-অর্থ সম্পাদক মো আলাউদ্দিন,ধর্মিয় সম্পাদক মোঃ জসিম,সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কোরবান আলি ভান্ডারী,ম্যানেজার অর্পন বড়ুয়া,ব্যবসায়ী মোঃ মুরাদ,সাবেক সহ-সভাপতি মোঃ মান্নান,সাবেক ধর্মিয় সম্পাদক মোঃ দুলাল,মোঃ নাজিম উদ্দিন মাইজভান্ডারী,রবিউল হোসেন খোকন,মোঃ করিম,মোঃ রনি,মোঃ সুমন,মোঃ গিয়াস,মোঃ সরোয়ার,মোঃ আব্দুর রশিদ,মোঃ হাশেম ভান্ডারী,মোঃ দিদার,মোঃ নাছির বাবুর্চি,মোঃ হেলাল,মোঃ নুর নবী প্রমুখ।পরে মিলাদ,মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
বা/খ/রা